রাজ্যসভায় শপথ নিলেন তৃণমূল কংগ্রেসের নতুন সাংসদ প্রাক্তন আইএএস জহর সরকার





বুধবার আপাদমস্তক বাঙালি সাজে রাজ্যসভায় শপথ নিলেন তৃণমূল কংগ্রেসের নতুন সাংসদ প্রাক্তন আইএএস জহর সরকার। বাঙালির ঐতিহ্যকে বহন করলেন, শপথবাক্য পাঠ করলেন বাংলায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলা থেকে রাজ্যসভার সাংসদে পদে নির্বাচিত হয়েছেন তিনি।




প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার তৃণমূলের দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে মনোনীত হন।বিজেপির তরফে কোনও প্রার্থী দেওয়া হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে জহর সরকার রাজ্য সভায় শপথ নিলেন। মনে করা হচ্ছিল, এই আসনে মুকুল রায় কিংবা যশবন্ত সিনহাকে রাজ্যসভায় পাঠাবে তৃণমূল তবে তা হয়নি। রাজ্যসভায় গেলেন জহর সরকার।




রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ হিসেবে জহর সরকার জানিয়েছেন, “কোনও সরকারের গোয়েন্দাগিরি মানা যায় না। তার বিরুদ্ধে প্রতিবাদ চলবেই। সংসদ তো প্রতিবাদের জায়গাই।” প্রাক্তন IAS অফিসার জহর সরকার।প্রসার ভারতীর প্রাক্তন সিইও তিনি।