ফের একবার হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ
ফের হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ। এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। বুদ্ধদেব গুহর মূত্রনালীতেও সংক্রমণ রয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
করোনা পরীক্ষা করা হলেও রিপোর্ট এখনো মেলেনি বলে খবর। বুদ্ধদেব গুহের শারিরীক অবস্থা নজর রাখতে চার চিকিৎসকের মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে খবর।
এর আগে এপ্রিলে সাহিত্যিকের সঙ্গে করোনা আক্রান্ত হন তাঁর কন্যা এবং গাড়ির চালকও। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। টানা ৩৩ দিন হাসপাতালে চিকিৎসা চলে এই প্রবীণ সাহিত্যিকের। কলকাতার একটি হোটেলে ছিলেন কোয়ারাইন্টিনেও।
৮৪ বছরের এই প্রবীন সাহিত্যিকের অসুস্থতা ঘিরে চিন্তিত সাহিত্যিকমহল। গত বছর করোনার কারনেই কবি শঙ্খ ঘোষকে হারিয়েছে বাংলা। ফলে আরো বেশি শঙ্খায় সাহিত্যজগত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊