NPCI-য়ের সাথে জুটি বাঁধল ICICI Prudential Life Insurance - ক্রেতা স্বাচ্ছন্দ্য বাড়াতে চালু করল UPI AUTOPAY



  • ক্রেতারা এবার নিজের সুবিধা অনুযায়ী বিমা পলিসি কিনতে পারবেন এবং প্রিমিয়াম দিতে পারবেন
  • এটা একটা নিরাপদ, সুরক্ষিত এবং তাৎক্ষণিক প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা
  • এন পি সি আইয়ের সাথে জুটি বেঁধে প্রিমিয়াম দেওয়ার জন্য UPI AUTOPAY চালু করা প্রথম জীবন বিমা কোম্পানি হয়ে উঠল আই সি আই সি আই প্রুডেনশিয়াল লাইফ


মুম্বাই, আগস্ট ০৩, ২০২১: আই সি আই সি আই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স ক্রেতাদের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) AUTOPAY-র সুবিধা জোগাতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র সাথে জুটি বেঁধেছে। এর মাধ্যমে ক্রেতারা বাড়ির সুরক্ষিত ও স্বচ্ছন্দ পরিবেশে বসেই বিমা পলিসি কিনতে পারবেন এবং প্রিমিয়াম দিতে পারবেন।


আই সি আই সি আই প্রুডেনশিয়াল লাইফ ক্রেতাদের UPI AUTOPAY-র সুবিধা দেওয়া প্রথম জীবন বিমা কোম্পানি হয়ে উঠল। এটা প্রণালীগুলোকে আরও সহজ করা এবং ক্রেতাদের আরও স্বাচ্ছন্দ্য দেওয়ার প্রচেষ্টারই অঙ্গ।


জীবন বিমা পলিসি কেনার সময় ক্রেতারা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট UPI AUTOPAY-র সাথে লিঙ্ক করিয়ে নিতে পারেন এবং তারপর থেকে সহজেই প্রিমিয়াম দিতে পারেন। UPI AUTOPAY-র ই-ম্যান্ডেট ক্রেতারা নিজেরাই নিজেদের স্মার্টফোন থেকে অ্যাক্টিভেট করে নিতে পারেন, যাতে কোনো কাগজপত্র ছাড়াই নিয়মিত রিনিউয়াল প্রিমিয়াম দেওয়া যায়। এর ফলে সময় মত প্রিমিয়াম দেওয়া এবং ক্রেতাদের বিরামহীনভাবে পলিসিগুলোর সুযোগ সুবিধা ভোগ করাও নিশ্চিত করা সম্ভব হয়।


কোভিড-১৯ থেকে তৈরি হওয়া নিরাপত্তাজনিত সমস্যাগুলো সামলানোর জন্যে ক্রেতাদের আরও ক্ষমতা দিতে কোম্পানি নিয়মিত প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলেছে। এই জুটি কোম্পানির ডিজিটালাইজেশনের যাত্রায় আরেকটা পদক্ষেপ। এর ফলে ক্রেতারা পলিসির জীবনচক্রে এক নির্ঝঞ্ঝাট ও মসৃণ অভিজ্ঞতা পাবেন।


ক্রেতারা পেটিএম, ভিম ইত্যাদি নিজের পছন্দের ইউ পি আই অ্যাপগুলোতে UPI AUTOPAY ফিচার চালু করে নিতে পারেন। এই ফিচার ই-ম্যান্ডেটের মাধ্যমে আই সি আই সি আই ব্যাঙ্ক এবং অন্যান্য অগ্রগণ্য ব্যাঙ্কগুলোর জন্যেও চালু করে নেওয়া যেতে পারে। উপরন্তু ক্রেতারা কত ঘন ঘন প্রিমিয়াম দেবেন, তা বেছে নেওয়ার নমনীয়তাও এখানে পাবেন। যেমন এককালীন, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক।


শ্রী আশিস রাও, চিফ – কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড অপারেশনস, আই সি আই সি আই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স, বলেন “এন পি সি আইয়ের সাথে জুটি বেঁধে আমাদের ক্রেতাদের তাঁদের জীবন বিমা পলিসিগুলোর প্রিমিয়াম তাৎক্ষণিকভাবে দেওয়ার জন্য UPI AUTOPAY-র সুবিধা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ক্রেতাদের সুরক্ষা ও দীর্ঘমেয়াদি সঞ্চয়ের প্রয়োজন সংবেদনশীলভাবে মেটানোর দর্শনের দ্বারা চালিত হয়ে আমরা প্রযুক্তির ব্যবহার করেছি এবং ক্রেতাদের উন্নততর ও নির্ঝঞ্ঝাট অভিজ্ঞতা দিতে বিভিন্ন জোটে সামিল হয়েছি। আমাদের কাস্টমার সার্ভিস ব্যবস্থাটাই ‘ক্রেতার স্বার্থ প্রথমে’ নীতির উপর দাঁড়িয়ে আছে। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন সামাজিক দূরত্বই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ইউ পি আই পেমেন্ট মোড সংযোগহীন ও ঝামেলাবিহীন অভিজ্ঞতার কারণে দ্রুত পছন্দের পেমেন্ট পদ্ধতি হয়ে দাঁড়াচ্ছে। এন পি সি আই বাড়ির আরামে বসে পেমেন্ট করার জন্য ক্রেতাদের একটা নিরাপদ ও সুরক্ষিত প্ল্যাটফর্ম দিচ্ছে। ক্রেতারা তাঁদের নিয়মিত রিনিউয়াল প্রিমিয়াম পেমেন্টগুলো করার এবং নিজের ও পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার জন্যে ই-ম্যান্ডেটের সুবিধা নিতে পারেন।”


শ্রী কুণাল কলাবতীয়া, চিফ অফ প্রোডাক্টস, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, বলেন “ আমরা আই সি আই সি আই প্রুডেনশিয়াল লাইফের সাথে যুক্ত হয়ে UPI AUTOPAY-কে বিমা ক্ষেত্রে ঢুকতে দেখে আনন্দিত। আমাদের বিশ্বাস আমাদের যৌথ উদ্যোগ ক্রেতারা যেভাবে তাঁদের পলিসির প্রিমিয়াম দেওয়ার ব্যাপারটাকে দ্যাখেন তাতে পরিবর্তন আনবে। UPI AUTOPAY-র মাধ্যমে আমরা সমস্ত ক্রেতাকে তাঁদের বারবার হওয়া খরচগুলোর জন্যে স্বাচ্ছন্দ্য ও সুবিধার একটা বাড়তি স্তর জোগানোর চেষ্টা করছি। আমাদের বিশ্বাস এই সমন্বয়ের ফলে নির্ঝঞ্ঝাট ও স্বয়ংক্রিয় পেমেন্টগুলোর ব্যাপারে ক্রেতাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হবে।”


আই সি আই সি আই প্রুডেনশিয়াল লাইফ দেশের ডিজিটাল ব্যবস্থাকে ব্যবহার করার ক্ষেত্রে এবং নিজের প্ল্যাটফর্মে প্রযুক্তিগত সমন্বয় ঘটিয়ে ক্রেতাদের এক উন্নততর এবং নির্ঝঞ্ঝাট অভিজ্ঞতা জোগানোর ব্যাপারে প্রথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে। কোম্পানির থার্টিন্থ মান্থ পারসিস্টেনসি ২০২২ আর্থিক বর্ষের প্রথম কোয়ার্টারে ৮৭.৬% ছিল, যা জীবন বিমা শিল্পে অন্যতম সর্বোচ্চ। কোম্পানি এটাকে সুবিধাজনক ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট বিকল্প জোগানোর কাজে ক্রেতার ক্ষমতার ব্যাপারে ক্রেতার বিশ্বাসের প্রমাণ বলেই মনে করে।


About ICICI Prudential Life Insurance Company (www.iciciprulife.com)


ICICI Prudential Life is promoted by ICICI Bank Limited and Prudential Corporation Holdings Limited. The Company began operations in fiscal 2001 and has consistently been amongst the top private sector life insurance companies in India on a Retail Weighted Received Premium (RWRP) basis. The Company offers an array of products in the Protection and Savings category which match the different life stage requirements of customers, enabling them to provide a financial safety net to their families as well as achieve their long-term financial goals. The digital platform of the Company provides a paperless onboarding experience to customers, empowers them to conduct an assortment of self-service transactions, provides a convenient route to make digital payments for purchasing and making renewal premium payments, and facilitates a hassle-free claims settlement process. On June 30, 2021, the Company had an AUM of ₹ 2,231.71 billion and a Total Sum Assured of ₹ 20.87 trillion. ICICI Prudential Life is listed on both the National Stock Exchange (NSE) Limited and the BSE Limited.


For further press queries email us on corporatecommunications@iciciprulife.com


About NPCI


National Payments Corporation of India (NPCI) was incorporated in 2008 as an umbrella organization for operating retail payments and settlement systems in India. NPCI has created a robust payment and settlement infrastructure in the country. It has changed the way payments are made in India through a bouquet of retail payment products such as RuPay card, Immediate Payment Service (IMPS), Unified Payments Interface (UPI), Bharat Interface for Money (BHIM), BHIM Aadhaar, National Electronic Toll Collection (NETC Fastag) and Bharat BillPay. NPCI also launched UPI 2.0 to offer a more secure and comprehensive services to consumers and merchants.


NPCI is focused on bringing innovations in the retail payment systems through the use of technology and is relentlessly working to transform India into a digital economy. It is facilitating secure payments solutions with nationwide accessibility at minimal cost in furtherance of India’s aspiration to be a fully digital society.


For more information, visit: https://www.npci.org.in/


Corporate contact:
Shruti Singh
9654497747
shruti.singh@npci.org.in ¬¬




Disclaimer


Except for the historical information contained herein, statements in this release which contain words or phrases such as 'will', 'expected to', etc., and similar expressions or variations of such expressions may constitute 'forward-looking statements'. These forward-looking statements involve a number of risks, uncertainties and other factors that could cause actual results, opportunities and growth potential to differ materially from those suggested by the forward-looking statements. These risks and uncertainties include, but are not limited to, the actual growth in demand for insurance and other financial products and services in the countries that we operate or where a material number of our customers reside, our ability to successfully implement our strategy, including our use of the Internet and other technology our exploration of merger and acquisition opportunities, our ability to integrate mergers or acquisitions into our operations and manage the risks associated with such acquisitions to achieve our strategic and financial objectives, our growth and expansion in domestic and overseas markets, technological changes, our ability to market new products, the outcome of any legal, tax or regulatory proceedings in India and in other jurisdictions we are or become a party to, the future impact of new accounting standards, our ability to implement our dividend policy, the impact of changes in insurance regulations and other regulatory changes in India and other jurisdictions on us. ICICI Prudential Life insurance undertakes no obligation to update forward-looking statements to reflect events or circumstances after the date thereof. This release does not constitute an offer of securities.