৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করলো CIRCLE




৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করলো কোচবিহার জেলার দিনহাটার সংস্থা CIRCLE । রবিবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে সকাল ৯টা নাগাদ সার্কেল সংস্থার সভাপতি আব্দুল রফিক জাতীয় পতাকা উত্তোলন করেন। 


এছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল সংস্থার সিইও, এমডি আরিফ হোসেন, কোষাধ‍্যক্ষ দীপক বর্মন, সদস‍্য লিটন দাস, মনিরুজ্জামান, রাজ আলম, টিকেন বর্মন, আশরাফুল হক ও অন‍্যান‍্যরা। 



এদিনের জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের স্বাধীনতার ওপর আলোকপাত করেন সিইও আরিফ হোসেন। এরপরেই এদিন সংস্থার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আগামী ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু অনলাইন কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়। 



করোনা সংক্রমণের জের দীর্ঘ দিন যাবৎ অফলাইন কর্মসূচী বন্ধ কিন্তু সব কিছু চিন্তা ভাবনা করে যেসকল প্রক্রিয়া অনলাইনে করা যায় তা অনলাইনে করা হবে জানা গেছে। শীঘ্রই এবিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে।

৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করলো CIRCLE

Posted by Sangbad Ekalavya on Sunday, August 15, 2021