১২০ ভারতীয়কে আফগানিস্তান থেকে ভারতে ফিরিয়ে আনল বায়ুসেনা বিমান
১২০ ভারতীয়কে আফগানিস্তান থেকে ভারতে ফিরিয়ে আনল বায়ুসেনা বিমান । বায়ুসেনার C-17 বিমান মঙ্গলবার সকালে গুজরাটের জামনগরে ১২০ ভারতীয় আধিকারিকদের নিয়ে অবতরণ করল। আইটিবিপি জওয়ানদের তত্ত্বাবধানে এই ১২০ আধিকারিককে ফেরানো হল দেশে।
কাবুলের বর্তমান পরিস্থিতিতে আতঙ্ক ঘনিয়ে চলছে। বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে ভারত-সহ বিশ্বের বহু দেশের। গতকাল কাবুল দখল করেছে তালিবান। ইতিমধ্যে আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানিস্তানে। এমনকি বিমানবন্দরে ভিড়ের মাঝে প্রান হানির খবরও মিলছে।
বিদেশ মন্ত্রকের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি জানান, "ভারত যুদ্ধ-বিধ্বস্ত দেশ ত্যাগ করতে ইচ্ছুক। শিখ এবং হিন্দুদের প্রত্যাবাসনের সুবিধা দেবে। সরকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং আফগানিস্তানে আমাদের স্বার্থ নিশ্চিত করার জন্য সব পদক্ষেপ নেবে"।
তিনি আরও বলেন, "বেশ কয়েকজন আফগানও আছেন যারা আমাদের পারস্পরিক উন্নয়নমূলক, শিক্ষামূলক কাজে জনগণের কাছে পৌঁছনর প্রচেষ্টায় আমাদের সঙ্গে। আমরা তাদের পাশে থাকব।"
আফগানিস্তানে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ সেল করল ভারতের বিদেশ মন্ত্রক। নির্দিষ্ট মেইল আইডি ও ফোননম্বরও চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বর-+৯১৯৭১৭৭৮৫৩৭৯ এবং MEAHHelpdeskindia@gmail.com।
#WATCH | Indian Air Force C-17 aircraft that took off from Kabul, Afghanistan with Indian officials, lands in Jamnagar, Gujarat. pic.twitter.com/1w3HFYef6b
— ANI (@ANI) August 17, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊