আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হলে নতুন পদ্ধতিতে মূল্যায়ন, জানাল সংসদ
করোনা সংক্রমণের জেরে গত বছর বাতিল হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সামনেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে দানা বাঁধছে আগামি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও। করোনার কারণে আগামী বছরও নেওয়া সম্ভব না হলে নতুন পদ্ধতিতে মূল্যায়নের কথা ভাবছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
সোমবার সংসদের সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। দায়িত্ব নিয়েই আগামী বছরও একই অবস্থা থাকলে উচ্চমাধ্যমিকে (Higher Secondary Exam) কীভাবে মূল্যায়ন হবে তা নিয়ে আলোচনা শুরু।
নব নিযুক্ত পর্ষদ সভাপতি বলেন, “এবার একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামী বছরও একই অবস্থা থাকলে উচ্চমাধ্যমিকে কীভাবে মূল্যায়ন হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।” নতুন সংসদ সভাপতি এদিন আরও জানিয়েছেন, “মূল্যায়ন পদ্ধতি আরও স্বচ্ছ ও আধুনিক হবে।”
গত বছর করোনার জেরে বাতিল হয়েছে উচ্চ মাধ্যমিক। ফলে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের পথে হেঁটেছে সংসদ। কিন্তু সেই পদ্ধতিতে তৈরি হয়েছিল বিতর্ক। ফলাফল প্রকাশের পর জেলায় জেলায় হয়েছিল বিক্ষোভ। পরীক্ষা না হওয়ায় উদ্বিগ্ন হয়েছিল সব মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊