আফগানিস্তান ছাড়তে মরিয়া মানুষকে e-visa দেওয়া শুরু করল ভারত

e-visa



মঙ্গলবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি সি -১ বিমান কাবুল বিমানবন্দর থেকে ভারতীয় দূতাবাসের সর্বশেষ কর্মী, আইটিবিপি কর্মী এবং চারজন মিডিয়া ব্যক্তিসহ ১২০ জন ভারতীয় কর্মকর্তাকে নিয়ে যাত্রা করেছে।

ভারতের রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন এবং অন্যান্য স্টাফ সদস্যরা এই ফ্লাইটে ছিলেন। বিমানটি 11.30 এর মধ্যে দিল্লিতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

এমইএর (MEA) মুখপাত্র বলেন, "বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাবুলে আমাদের রাষ্ট্রদূত এবং ভারতীয় কর্মীরা অবিলম্বে ভারতে চলে আসবেন।"

এদিকে আফগানিস্তান ছাড়তে মরিয়া মানুষকে ভারতে আসতে দেওয়ার জন্যে ফাস্ট-ট্র্যাক ই-ইমারজেন্সি ভিসা (e-visa) দেওয়া শুরু করল ভারত।

ভারত সরকার লাগাতার আফগানিস্তানে অবস্থিত আফগান শিখ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে। যে সকল ভারতীয় আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক, তাঁদের ভারত সরকার ভারতে পুনরায় ফেরানোর ব্যবস্থা করবে। শুধু তাই নয় আফগানিস্থানের মানুষদেরও শরনার্থী হিসাবে আশ্রয় দেবে ভারত।