অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান-বিক্ষোভ
শচীন পাল ,ঝাড়গ্রাম :-
ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিকের নির্দেশে গোপীবল্লভপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের সামনে হলো প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি।ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার প্রতিবাদে এই অবস্থান-বিক্ষোভ কর্মসূচি করলেন গোপীবল্লভপুর ১ নং ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
বিক্ষোভ শেষে তারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করেন। গোপীবল্লভপুর ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দে জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভয় পেয়েছেন তাই এই হামলা.
তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে চমকে ধমকে লাভ নেই। আমাদের রাজ্যে ভয় দেখিয়ে ছিল কি হয়েছে আপনারা জানেন। তৃণমূল কংগ্রেস হলো মা মাটি মানুষের দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় পরিবর্তন নিশ্চিত সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊