CRPF-এর রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে জঙ্গিহানা-আহত ১ 

Terrorists attack CRPF team in Shopian, one injured, area cordoned off



সোপিয়ান, ১০ আগস্ট: CRPF-এর রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে জঙ্গিহানা (Terrorists Attack)৷ এই ঘটনায় এক জওয়ান আহত হয়েছে বলে খবর৷ হামলার পরেই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে CRPF৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার জাইনাপোরার ক্রালচেক এলাকায়৷ এখানেই চলছিল রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান৷


দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় মঙ্গলবার সকালে চারজন সন্দেহভাজন সন্ত্রাসী সিআরপিএফ (CRPF)-কে লক্ষ্য করে গুলি চালায় এবং একজন আহত হয়।


ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার জয়নাপোরার ক্রালচেক এলাকায়।


একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন যে- "সন্ত্রাসীরা সিআরপিএফ দলের উপর গুলি চালায়। আহত সেনাকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিটি (Ct) অজয় কুমারের হাতে গুলি লেগেছে, কিন্তু বর্তমানে তিনি বিপদমুক্ত।"


সন্ত্রাসীরা গুলি চালানোর পর সেনারাও পাল্টা জবাব দেয়। এদিকে, হামলাকারীদের ধরতে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।


প্রসঙ্গত কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যিনি 2 দিনের কাশ্মীর সফরে রয়েছেন, শ্রীনগরে কংগ্রেস পার্টির সদর দফতর উদ্বোধনের আগে তুলমাল গেন্ডারবলের- মাতা খীর বাভানী মন্দির (Mata Kheer Bavani temple ) এবং পরে হযরতবল মাজার ( Hazratbal shrine) পরিদর্শন করবেন।