বাবার মৎস্যমুখী অনুষ্ঠান উপলক্ষে ছেলের রাত্রিকালীন ফুড এটিএম পরিষেবা
বাবার মৎস্যমুখী অনুষ্ঠান উপলক্ষে ছেলের রাত্রিকালীন ফুড এটিএম পরিষেবা কোচবিহারে।
বলরামপুরের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি স্বর্গীয় অখিল সূত্রধরের মৎস্যমুখী অনুষ্ঠান উপলক্ষে তার ছেলে রানা সূত্রধর স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কর্মকর্তাদের সাথে নিয়ে রাত্রিকালীন আহারের ব্যবস্থা করলেন কোচবিহার হসপিটাল চত্বরের রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে।
এই রাত্রিকালীন food ATM পরিষেবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন বলরামপুরের co-ordinator পুলক দাস , সংগঠনের কোর কমিটির সম্পাদক রাজা বৈদ্য ।
রাত্রিকালীন এই ফুড এটিএম পরিষেবায় প্রায় ৩০০ জন মানুষ খাবার গ্রহণ করেছিল।
পেশায় কাঠমিস্ত্রি স্বর্গীয় অখিল সূত্রধরের ছেলে রানা বর্তমানে ভারতীয় রেলে কর্মরত।
ছোট থেকেই কষ্ট করে মানুষ করেছেন ছেলেকে অখিল বাবু। তার অকাল প্রয়াণে তার ছেলের এই সমাজসেবার বার্তা নজিরবিহীন বলে মনে করছেন কোচবিহার বাসি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊