Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুই দলের মধ্যে সংঘর্ষের পর আসামের হাইলাকান্দির কিছু অংশে কারফিউ জারি

দুই দলের মধ্যে সংঘর্ষের পর আসামের হাইলাকান্দির কিছু অংশে কারফিউ জারি

hailakandi


আসামের হাইলাকান্দি জেলার কিছু অংশে দুই গ্রুপের সংঘর্ষের পর কারফিউ জারি করা হয়েছে।

সংঘর্ষে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

16 আগস্ট রাত্রি ১০ টা থেকে এই কারফিউ জারি হয়েছে। কারফিউ জারি করা হয়েছে মোট চারটি স্থানে- সিরিশপুর চা বাগান, নরেনপুর পার্ট-২ ভিলেজ, ইতরকান্দি এবং চাঁদপুর গ্রামে। 

আগামী নির্দেশ আসা পর্যন্ত এই কারফিউ চলবে বলে জানা গিয়েছে। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code