'অবসর' এর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও স্বেচ্ছায় রক্তদান শিবির
সুজিত মন্ডল, পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের "অবসর" ট্রাস্টের পক্ষ থেকে দক্ষিণ আনুখা হাইস্কুলে আজ 75 তম স্বাধীনতা দিবস উদযাপন সহ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় একশো কুড়ি জন ব্যক্তি এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। 124 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেছেন।
ময়নার বৃহত্তম ট্রাস্ট অবসর গত এক বছর ধরে করোনা আবহে মানুষের সেবায় নিয়োজিত আছে। দুঃস্থ ও অসহায় মানুষদের মাসিক ভাতা, শীতবস্ত্র প্রদান, রেশন সামগ্রী তুলে দেওয়া ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানো স্বেচ্ছায় রক্তদান শিবিরের মত সমাজসেবামূলক কাজ করে আসছে।
আজ অবসর কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি ও সেচ পূর্তকর্মদক্ষ শেখ শাহাজান আলী, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয়া রানী দাস, সহ সভাপতি সুব্রত মালাকার, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ সন্দীপ দাস, দক্ষিন আনুখা স্কুলের প্রধান শিক্ষক তপন দাস, অবসরের সভাপতি মানিক দাস, সম্পাদক দেবাশীষ গতাইত, মলয় দাস তাপস জানা ও অন্যান্য সদস্যরা।
অবসরের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও রক্তদান শিবির
Posted by Sangbad Ekalavya on Sunday, August 15, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊