CGL, JE, MTS এবং Steno পরীক্ষা কবে? জানাল Staff Selection Commission
আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেই একগুচ্ছ চাকরির পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলির তারিখ প্রকাশ করল Staff Selection Commission(SSC)।
CGL, JE, MTS এবং Steno পরীক্ষার তারিখ ঘোষণা করল Staff Selection Commission(SSC)।
SSC CGL 2019, Combined Graduate Level Examination-2019 (Skill Test) : ১৫ এবং ১৬ সেপ্টেম্বর।
জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, 2020 (Paper II) : ২৬ সেপ্টেম্বর।
মাল্টি টাস্কিং/ MTS (Non-Technical) স্টাফ পরীক্ষা, 2020 (Paper I) : ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর।
স্টেনোগ্রাফার Grade ‘C’ and ‘D’ Examination, 2019 (Skill Test) : ২১ অক্টোবর এবং ২২ অক্টোবর।
করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে করোনা বিধি মেনে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
তবে, করোনাভাইরাস পরিস্থিতি, কোভিড গাইডলাইন, লকডাউন পরিস্থিতি ইত্যাদির উপর নির্ভর করে পরীক্ষার তারিখ পরিবর্তন বা পরীক্ষা স্থগিত হয়ে যেতে পারে এমনটাই জানানো হয়েছে।
বিস্তারিত জানতে ও আপডেট পেতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in -তে নজর দিতে বলা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊