১০০ বছর পর অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণ জয় ভারতের 


Neeraj Chopra



অলিম্পিকের জ্যাভলিন থ্রোয়িংয়ে স্বর্ণ জিতলেন ভারতের নিরাজ চোপড়া, ব্যক্তিগত ইভেন্টে ভারতের ইতিহাসে এটি দ্বিতীয় স্বর্ণ জয়ের ঘটনা আর ১০০ বছর পর অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণ জয়।


ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯০০ সালে। সেই গেমসে ভারতের একমাত্র অংশগ্রহণকারী খেলোয়াড় নরম্যান প্রিচার্ড অ্যাথলেটিকসে দুটি পদক জয় করেছিলেন। 

১৯২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্‌সে ভারত প্রথম দল পাঠায়। তারপর থেকে প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত অংশ নিয়েছে। ১৯৬৪ সাল থেকে বিভিন্ন শীতকালীন অলিম্পিকেও ভারত অংশ নিয়েছে।



India’s Neeraj Chopra topped the men’s javelin throw scoreboard with a throw of 87.58 metres. This is the first medal in athletics for India after almost 100 years. With this, Chopra becomes the second ever individual gold medallist for the country, after shooter Abhinav Bindra in 2008.