Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: ত্রিপুরায় আক্রান্ত দেবাংশু-সুদীপ-জয়া, প্রতিবাদে পথ অবরোধ

Breaking: ত্রিপুরায় আক্রান্ত দেবাংশু-সুদীপ-জয়া, প্রতিবাদে পথ অবরোধ


sudip raha debangshu joya dutta tripura



আগরতলা: ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের একাধিক নেতা। আক্রান্ত হয়েছেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রায়, জয়া দত্ত।

জানা গিয়েছে ধলাই জেলার আমবাসায় আক্রান্ত তৃণমূল হন দেবাংশুরা। ২টি গাড়ি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

এই মুহূর্তে প্রতিবাদে পথ অবরোধ ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে।

এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনায়।

দেবাংশু জানিয়েছে- "লরি দিয়ে গাড়ি আটকে ইটবৃষ্টি করা হয়।" একইসাথে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন দেবাংশু।

ধর্মনগরে একটি রাজনৈতিক কর্মসূচীতে যোগ দিতে যাওয়ার পথে এই হামলা চালানো হয় বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code