দেশের সব রাজ্যে গড়া হবে AIIMS, এপর্যন্ত অনুমোদন পেয়েছে ২২টি 




দেশের অন্যতম সেরা চিকিৎসা প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস দেশের সব রাজ্যে গড়া হবে। ধাপে ধাপে প্রধানমন্ত্রী স্বাস্থ্য আবাস সুরক্ষা যোজনায়(PMSSY) গড়া হবে AIIMS। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সময়ে এই হাসপাতালে পৌঁছনো হয়ে ওঠে না তাই প্রয়োজনমতো এই মানের পরিষেবা চাইলেও পেয়ে ওঠেন না অনেকেই সেই ঘাটতিই মেটানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র।ইতিমধ্যেই ২২টি এইমস গড়ার অনুমোদন পাওয়া গেছে বলে জানা গেছে। 


পশ্চিমবঙ্গে নদিয়ার কল্যাণীতে গড়ে উঠছে এইমস হাসপাতাল। এছাড়া অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরি, মহারাষ্ট্রের নাগপুর, উত্তরপ্রদেশের গোরক্ষপুর, পঞ্জাবের বাঠিণ্ডা, অসমের গুয়াহাটি, হিমাচলপ্রদেশের বিলাসপুর, তামিলনাড়ুর মাদুরাই, বিহারের দ্বারভাঙ্গা, জম্মু, কাশ্মীর, ঝাড়খণ্ডের দেওঘর, গুজরাতের রাজকোট, তেলাঙ্গানার বিবিনগর ও হরিয়ানায় মানেথিতে গড়ে উঠছে এইমস।