তৃণমূলে ফিরলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস






একের পর এক প্রত‍্যাবর্তন! বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন এবার বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা তিনি হাতে তুলে নেন বিশ্বজিৎ দাস।




ভুল বোঝাবুঝিতে দলে ছেড়েছিলেন বলেই এদিন সাংবাদিক সম্মেলনে জানান বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলাম। এলাকার উন্নয়ন করতে হলে বাংলার উন্নয়ন করতে হবে। মমতা-অভিষেক বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। এলাকার মানুষের পাশে থাকতে তৃণমূলে যোগ দিলাম।’




তিনি আরও বলেন, ‘আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় নেত্রী হিসেবে সবাই দেখবেন। রাজ্য বিজেপির মধ্যে চলছে গণ্ডগোল, একে অপরকে দোষারোপ করছে। বহিরাগতদের প্রতি মানুষ আকৃষ্ট হয় না। বিজেপিতে কাজের পরিবেশ নেই।’




প্রসঙ্গত, গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে পুরনো দলে ফিরলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক।