Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৪ অগাস্ট 'ভয়াবহ দেশভাগ স্মরণ দিবস' হিসেবে পালন করা হবে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১৪ অগাস্ট 'ভয়াবহ দেশভাগ স্মরণ দিবস' হিসেবে পালন করা হবে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী






আগামীকাল ১৫ই অগাস্ট দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস আর তার আগে শনিবার, ১৪ই অগাস্ট 'ভয়াবহ দেশভাগ স্মরণ দিবস' হিসেবে পালন করা হবে বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয়।


প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের লক্ষ লক্ষ ভাই-বোন অর্থহীন বিদ্বেষ ও হিংসায় আশ্রয়চ্যূত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। ওই সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণে রেখে ১৪ অগাস্ট 'ভয়াবহ দেশভাগ স্মরণ দিবস' হিসেবে পালন করা হবে।


তিনি আর বলেন, ভয়াবহ দেশভাগ স্মরণ দিবস সামাজিক বিভাজন, অনৈক্যের বিষ দূর করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেবে এবং একাত্মতা, সামাজিক ঐক্য ও মানুষের ক্ষমতায়ণের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করবে।


উল্লেখ্য, ১৯৪৭-এর ১৪ অগাস্ট পাকিস্তান ও ১৫ অগাস্ট ভারতকে পৃথক দেশ হিসেবে ঘোষণা করা হয়। ১৪ই অগাস্টেই দেশভাগ চুড়ান্ত হয়। এই বিভাজনে শুধু ভারতই নয়, বাংলাও দ্বিখণ্ডিত হয়েছিল। সেসময় পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়। পরে ১৯৭১-এ পূর্ব পাকিস্তান যা স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code