Latest News

6/recent/ticker-posts

Ad Code

দ্বাদশ শ্রেণি পাস হলেই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ KMC-তে

দ্বাদশ শ্রেণি পাস হলেই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ KMC-তে 




National Urban Livelihoods Mission (NULM) -র অধীনে সিটি অর্গানাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন(KMC)। মোট ৩২টি শূন্যপদে নিয়োগ।দ্বাদশ শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৭ অগাস্টের মধ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.kmcgov.in)-এ আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।



পদ- কলকাতায় সিটি অর্গানাইজার

শূন্যপদ- ৩২

আবেদনের শেষ তারিখ- ১৭ অগাস্ট, ২০২১

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে ১২ বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

অভিজ্ঞতা-আবেদনকারীর ৩-৫ বছর কমিউনিটি বা সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরিপ্রার্থীর কম্পিউটার জ্ঞান যথা মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল জানা থাকলে অগ্রাধিকার পাবেন।

বেতন- প্রতি মাসে ১০,০০০ টাকা

আবেদনকারীর বয়সসীমা- ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। তবে ৪০ ঊর্ধ্বের ব্যক্তি এই পদে আবেদন করতে পারবেন না।


ভাইভা বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করবে কর্তৃপক্ষ।


আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.kmcgov.in-এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন সম্পর্কিত সব নথি একসঙ্গে Department of Social Welfare & Urban Poverty Alleviation 1, Hogg Street, Top Floor, Kolkata - 700087-এই ঠিকানায় ড্রপ বক্সে জমা দিতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে কেএমসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীকে।

বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code