Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতি পাঁচ জনে একজনের সম্পর্কে ভাঙন ধরেছে করোনাকালে, বলছে গবেষণা

প্রতি পাঁচ জনে একজনের সম্পর্কে ভাঙন ধরেছে করোনাকালে, বলছে গবেষণা

breakup



ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কোভিড সংক্রান্ত সামাজিক গবেষণায় উঠে এসেছে, করোনাকালে এক চতুর্থাংশ মানুষের স্বামী -স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার সঙ্গে সম্পর্কে অবনতি ঘটেছে।


করোনাকালে তরুণদের সামাজিক ও রোমান্টিক সম্পর্ক সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চাকরি হারানো, আর্থিক সংকট এবং লকডাউনের সময় বাসার বাইরের লোকজনের সঙ্গে দেখা করতে না পারাটা অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন তারা।


প্রথম লকডাউনের এক সপ্তাহ আগে শুরু হওয়া এই গবেষণায় উঠে এসেছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়-

  • ১৮ থেকে ২৯ বছর বয়সীদের সম্পর্কে ভাঙন ধরার হার সবচেয়ে বেশি।
  • এই বয়সসীমার মধ্যে থাকা প্রাপ্তবয়স্কদের ৩৫ শতাংশ অন্তত একটি সম্পর্কে সম্পূর্ণ ভাঙন ধরার কথা স্বীকার করেছেন।
  • ৬০ বা তার চেয়ে বেশি বয়সীদের সম্পর্কে ভাঙন ধরার হার মাত্র ১২ শতাংশ।




মহামারি চলাকালীন যুক্তরাজ্যের সামাজিক সম্পর্কের ওপর সবচেয়ে বড় গবেষণাটিতে এই তথ্য উঠে এসেছে।




তবে এই গবেষণায় শুধু সম্পর্ক ভাঙার কথাই উঠে আসেনি। প্রায় অর্ধেক (৪৬ %) প্রাপ্তবয়স্ক তরুণ জানিয়েছেন, গত এক বছরে সঙ্গীর সাথে তাদের সম্পর্ক আগের চেয়ে উন্নত হয়েছে। সম্পর্ক পূর্বের তুলনায় ভালো হওয়ার হার ৩০-৫০ বছর বয়সী এবং ৬০-ঊর্ধ্বদের মধ্যে যথাক্রমে ২৭ ও ২১ শতাংশ।


গবেষণার প্রধান লেখক ড. এলিস পল বলেন, 'কোভিড -১৯ মহামারির মিশ্র প্রভাব' উঠে এসেছে এই গবেষণায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code