ভেঙ্গে পড়লো দোতলা বাড়ীর এক অংশ
সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান সদর :-
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো পথ চলতি সাধারন মানুষ সহ ব্যবসায়ীরা।আস্ত দোতালা বাড়ির একাংশ ভেঙে পড়লো হুড়মুড়িয়ে। গভীররাতে বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার চৌমাথায় এলাকায় একটি পুরনো দোতালা বাড়ির একাংশ ভেঙে পড়ে।এই ঘটনায় সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
প্রতিদিন হাজার হাজার মানুষ এই তেঁতুলতলা বাজারে বাজার করতে আসেন।সবজী ও মাছের পাইকারি বাজারও বসে এই এলাকায়।এই বাড়ির নিচ বাজারে মানুষজন যাতায়াত করে।পাশেই আছে হাইভোল্টেজের ট্রান্সফার্মার। বাড়িটি ১০০ বছরের বেশী পুরনো বলে জানান বাড়ির মালিক আনিসুর রহমান মাত্র একবছর হলো বাড়িটা কিনে রিপিয়ারিং করে বসবাস করছিলাম। বাড়িটি ১০০ বছরের বেশী পুরনো। রাতে আমি যখন খাবার,খেয়ে রাস্তায় পায়চারী করছিলাম তখনই হঠাৎ করেই একটি আওয়াজ শুনতে পাই। দেখি হুড়মুড় করে ভেঙে পড়ছে বাড়িটি।
তিনি আরও বলেন বাড়িতে লোকজন ছিল না। সবাই বাইরে গিয়েছে। বাড়ির ভিতর ব্যবসার মালপত্র রাখা ছিলো। সব মালপত্র বাড়ির নিচে চাপা পরে গিয়েছে।তিনি বলেন এটা যদি দিনের বেলায় হত তাহলে অনেক লোকের ক্ষতি হতে পারতো ।সকালে বাজার করতে এসে দেখেন প্রায় শতাধিক বছরের পুরোনো দোতলা বাড়ীর এক অংশ ভেঙ্গে পড়ে আছে।বাড়ির ভাঙ্গা ইটের তলায় চাপা পড়ে আছে ব্যবসায়ী দের জিনিস পত্র।তবে রাতের বেলায় এই ঘটনা ঘটায় অনেক টাই রক্ষা পেয়ে স্থানীয় ব্যবসায়ী সহ পথচলতি সাধারন মানুষ এমটাই বললেন স্থানীয় বাসিন্দা দীনেশ প্রসাদ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊