প্রয়াত হলেন তৃণমূল নেতা শ্যামল দত্ত




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:- 

হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর।রেখে গেলেন স্ত্রী,পুত্র,কন্যা,নাতি নাতনী দের।শারীরিক অসুস্থতার কারণে কোলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন শ্যামল দত্ত।সোমবার মধ্য রাতে হৃদরোগ আক্রান্ত হয়ে বেসরকারী নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি।


মঙ্গলবার সকালে সোড্ডা গ্রাম তার নিজস্ব বাসভবনে নিয়ে আসা হয় শ্যামল দত্তর মর দেহ।সকাল থেকে তার বাস ভবনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ সভাপতি দেবু টুডু,বিধায়ক নিশীথ মালিক,কাকুলি তা, সহ তৃণমূল নেতা নেত্রীরা।


বেলা ১১ টা নাগাদ হাট গোবিন্দপুর তৃণমূল পার্টি অফিসে তার মর দেহকে শ্রদ্ধাঘ্য জ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।কলেজ জীবন থেকে রাজনীতিতে হাতে খড়ি শ্যামল দত্তর।শ্যামল বাবু একজন দক্ষ রাজনীতিবিদ এর পাশাপাশি একজন সমাজ সেবক হিসেবেও স্থান গ্রহন করেছিলেন সকলের মনে।