Latest News

6/recent/ticker-posts

Ad Code

লেনদেনে মনে রাখতেই হবে ১৬ডিজিট নম্বর, নির্দেশিকা জারি করতে চলেছে RBI

লেনদেনে মনে রাখতেই হবে ১৬ডিজিট নম্বর, নির্দেশিকা জারি করতে চলেছে RBI




অনলাইন কেনাকাটায় নতুন নিয়ম জারি করে নির্দেশিকা দিতে চলেছে রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি অনলাইন কেনাকাটায় গ্রাহককে অবশ‍্যই ১৬ ডিজিট ডেভিড বা ক্রেডিট কার্ডের নম্বর ও সিভিভি নম্বর জানতে হবে গ্রাহককে।




অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে এই ১৬ডিজিট নম্বর ও সিভিভি না মনে থাকলে পেমেন্ট করা যাবে না। মূলত, ক্রেতাদের অনলাইন প্রতারণার থেকে বাঁচাতেই এই নতুন নিয়ম আনছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে এখনই এই নিয়ম চালু করেনি আরবিআই।




এই নতুন নিয়ম চালু হলে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য নিজেদের কাছে রাখতে পারবে না টেক কোম্পানিগুলি। ক্রেতাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে গেলে পুরো কার্ডের বিবরণ দিয়ে করতে হবে। কেবল সিভিবি নম্বর দিলেই অনলাইনে পেমেন্ট করতে পারবেন না গ্রাহক।




এক সর্ব ভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে জানা যাচ্ছে গত জুলাই থেকে এই নিয়ম জারি করার কথা ছিল আরবিআই‌-র কিন্তু কিছু কারণে তা হয়নি ফলে আগামী জানুয়ারী থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।




বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই নিয়মের ফলে লেনদেনের সময় বাড়বে গ্রাহকের। তবে সেই ক্ষেত্রে আরও সুরক্ষিত হবে অনলাইন পেমেন্টস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code