বিদ্যা বালানের নামে ফায়ারিং রেজিমেন্টের নামকরন করলো ভারতীয় সেনা


vidya balan firing range


জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যাবালানের নামে ফায়ারিং রেজিমেন্টের নামকরন করলো ভারতীয় সেনা। কাশ্মীরের গুলমার্গের এক ফায়ারিং রেঞ্জ  এখন থেকে পরিচিত হবে ‘বিদ্যা বালান ফায়ারিং রেঞ্জ’ (vidya balan firing range) নামে। এই প্রথম কোন বলিউড অভিনেত্রী হিসেবে বিদ্যা বালান পেলেন এমন অনন্য সম্মান।


প্রসঙ্গত, বিদ্যা বালান তার স্বামী বলিউড প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে নিয়ে গুলমার্গের শীতকালীন উৎসবে গিয়েছিলেন। গুলমার্গ উইন্টার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল ভারতীয় সেনার পক্ষ থেকে। আর সেখানেই ভূ-স্বর্গ কাশ্মীরের প্রতি নিজের ভালোবাসার কথা জানান বিদ্যার স্বামী সিদ্ধার্থ।

vidya balan firing range



ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির হয়ে সিদ্ধার্থ রায় কাপুর জানিয়েছিলেন যে, ভবিষ্যতে সিনেমার লোকেশন হিসেবে কাশ্মীরকে আরও বেশি করে ব্যবহার করা হবে। তিনি বলেছিলেন, “কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন নেই। সিনেপর্দায় আরও বেশি করে কীভাবে কাশ্মীরের সৌন্দর্য তুলে ধরা যায় সেই চেষ্টাই করবো।পাঁচ কিংবা ষাটের দশক থেকেই লোকেশন হিসেবে কাশ্মীর সিনে ইন্ডাস্ট্রির জন্য হট ফেভারিট। তাই সিনেমার প্রয়োজনে বারবার আসবো এখানে।”


এবার বিদ্যা বালানের নামে সেই কাশ্মীরেই ফায়ারিং রেঞ্জের নাম রাখল ভারতীয় সেনা।