জমজমাট রবিবার, তিন খেলার ফাইনাল একদিনেই, দেখুন সময় ও দেখার উপায়
জমজমাট রবিবার। একদিনেই তিন খেলার ফাইনাল। হ্যাঁ। রবিবার খেলার দুনিয়ায়। মেতে থাকুন। একদিনেই কোপা আমেরিকার ফাইনাল, ইউরো কাপের ফাইনাল ও উইম্বলডন ফাইনাল।
কোপা আমেরিকা ফাইনাল
ব্রাজিল বনাম আর্জেন্টিনা
রবিবারের সকাল শুরু ব্রাজিল বনাম আর্জেন্টিনার যুদ্ধ দিয়ে। এই ম্যাচ ঘিরে বাঙালিদের মনে উন্মাদনার শেষ নেই।
আমেরিকায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ হবে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে।
ভারতীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।
টিভিতে ম্যাচ সম্প্রচারিত হবে Sony Ten 2 SD ও HD তে। দেখা যাবে Sony Six SD ও HD তে।
মোবাইলে খেলা দেখার জন্য: Sony LIV ও Jio TV
উইম্বলডন ফাইনাল
কোপার রেশ কাটতে কাটতেই সন্ধ্যায় টেনিস। লন্ডনে উইম্বলডন ফাইনালে মাত্তেয়ো বেরেত্তিনির মুখোমুখি কিংবদন্তি নোভাক জোকোভিচ
জকোভিচ বনাম বেরেত্তিনিরি
ভারতীয় সময়ে অল ইংল্যান্ডে ক্লাবে মহারণ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
টিভিতে ম্যাচ সম্প্রচারিত হবে Star Sports Select 1 ও Star Sports Select HD1 -এ।
মোবাইলে খেলা দেখার জন্য: Hotsta
ইউরো কাপ
১৯৬৬ সালের পর ইংল্যান্ড প্রথম কোনও মেজর টুর্নামেন্টের (বিশ্বকাপ বা ইউরো কাপ) ফাইনালে মুখোমুখি হবে জর্জিও কিয়েলিনির ইটালি।
ইংল্যান্ড বনাম ইটালি
ইউরো ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।
ভারতীয় সময়ে রাত ১২টা ৩০ মিনিটে ম্যাচ শুরু। যদিও আক্ষরিক অর্থে এই খেলা সোমবার মধ্যরাতে হবে।
টিভিতে ম্যাচ সম্প্রচারিত হবে Sony Ten 2 SD ও HD তে। দেখা যাবে Sony Six SD ও HD তে।
মোবাইলে খেলা দেখার জন্য: Sony LIV ও Jio TV
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊