ঘোষিত হল পিছিয়ে যাওয়া India vs Sri Lanka সিরিজের নতুন সূচি



১৩ জুলাই থেকে ওয়ানডে সিরিজ ও ২১ জুলাই প্রথম টি-২০ হওয়ার কথা থাকলেও করোনা আবহের জের পিছিয়ে গিয়েছিল ভারত শ্রীলঙ্কা একদিন ও টি২০ সিরিজ। ১৮ জুলাই থেকে ওয়ানডে ও ২৫ জুলাই থেকে টি-২০ সিরিজের শুভারম্ভ হবে।শনিবার বিকেলে বিবৃতি দিয়ে জানিয়ে দিল বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।



ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর করোনাক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার (Grant Flower) ও ডেটা অ্যানালিস্ট (G T Niroshan)। এরপরেই ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে সিরিজ পিছিয়ে দেওয়া হয়। শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা বিসিসিআইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তাঁদের পরিস্থিতি বুঝে পদক্ষেপ করার জন্য।




ভারত- শ্রীলঙ্কা সিরিজের নতুন সূচি-

ওয়ানডে

প্রথম ওয়ানডে-১৮ই জুলাই- কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম

দ্বিতীয় ওয়ানডে-২০ই জুলাই- কলম্বো

তৃতীয় ওয়ানডে-২৩ই জুলাই- কলম্বো

টি২০

প্রথম টি২০- ২৫ জুলাই- কলম্বো

দ্বিতীয় টি২০- ২৭ জুলাই- কলম্বো

তৃতীয় টি২০- ২৯ জুলাই - কলম্বো