'স্বচ্ছতা মেনেই হবে নিয়োগ' Upper Primary নিয়ে আদালতের রায়কে স্বাগত ব্রাত্য-র
গতকালকেই উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নিয়েছে হাইকোর্ট। শুক্রবার আদালতের নির্দেশের পর ১৪ হাজার ৩৩৯ পদে নিয়োগে কোনও জটিলতা থাকলো না। আদালতের রায়কে স্বাগতকে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, “আমি মহামান্য আদালতকে ধন্যবাদ জানাব। আমাদের নিয়োগ পদ্ধতি স্বচ্ছতা মেনেই হবে। মুখ্যমন্ত্রীও বলেছেন, তাঁর কথামতো স্বচ্ছতা মেনেই নিয়োগ হবে।“
প্রসঙ্গত, কিছুদিন আগে আপার প্রাইমারি নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে কমিশন। এরপর সেই লিস্ট নিয়ে একাধিক অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন একদল প্রার্থী। এরপরেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে নম্বরসহ তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। এরপর কমিশন নম্বর সহ তালিকা প্রকাশ করলে আদালত সন্তুষ্ট হয়ে স্থগিতাদেশ তুলে নেয়।
এদিকে হাইকোর্টের নির্দেশের পরেও অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, আপার প্রাইমারি নিয়োগ (Upper Primary Recruitment) প্রক্রিয়া স্থগিত রাখুক স্কুল সার্ভিস কমিশন (SSC) এই দাবিতে সল্টলেকে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। রায়ের কপি পাওয়ার পরে পদক্ষেপ, জানালেন এসএসসি চেয়ারম্যান।
এদিকে নম্বরসহ যে লিস্ট প্রকাশ হয়েছে তা নিয়ে এখনও অভিযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, শিক্ষাগত যোগ্যতা আপলোডের প্রমাণ তাঁদের কাছে আছে। অথচ নথি আপলোড না হওয়ার কারণ দেখিয়ে নাম বাদ গিয়েছে মেরিট লিস্ট থেকে।
3 মন্তব্যসমূহ
latest news.
উত্তরমুছুনVery good news
উত্তরমুছুনভালো খবর
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊