Upper Primary TET: কবে থেকে শুরু আপার প্রাইমারি নিয়োগ?
গতকাল হাইকোর্ট আপার প্রাইমারি নিয়োগ থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে ফলে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে আর কোনো জটিলতা রইল না। নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে কমিশন। তবে কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া সেদিকেই তাঁকিয়ে প্রার্থীরা। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে নিয়োগ প্রক্রিয়া এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্রে।
আগামী সপ্তাহ থেকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর চেষ্টা করা হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর পদ্ধতি, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে জানানো হবে। এমনই জানিয়েছেন এসএসসি-র চেয়ারম্যান।
এদিকে এদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন স্বচ্ছতা মেনেই হবে নিয়োগ। স্বচ্ছতা বজায় রেখে প্রতি বছরই এসএসসি এবং প্রাথমিকে টেট আয়োজন করবে রাজ্য সরকার বলেও জানান তিনি। এসএসসিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নেওয়ায় আদালতকে ধন্যবাদ জানান তিনি।
2 মন্তব্যসমূহ
latest news.
উত্তরমুছুনসুসংবাদ
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊