ভার্চুয়ালি বাবার শ্রাদ্ধ করলেন ছেলে
virtual mourned |
করোনা শেখাল অনেক কিছু। লকডাউন, ওয়ার্ক ফ্রম হোম ,আইসোলেশন,ভার্চুয়াল শব্দ গুলো ব্যবহারের সাথে সাথে আজ আমাদের কাছে অনেক বেশি পরিচিত। আর সেই ভার্চুয়াল মাধ্যমকেই এদিন বাবার শ্রাদ্ধে বেছে নিলেন কলকাতার বালিগঞ্জের বাসিন্দা তপন ঘোষ।
গত ২৮ তারিখ প্রয়াত হন তপন বাবুর বাবা বিমল ঘোষ। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন তপন বাবু।
শনিবার জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে বালিগঞ্জের বাড়ি থেকে ভার্চুয়ালি বাবার শ্রাদ্ধ শান্তি সারলেন তপন ঘোষ।ব্যাঙ্গালুরু,ভাগলপুর থেকে ভার্চুয়ালি শ্রাদ্ধানুষ্ঠানে যোগদিলেন আত্মীয়রা।
1 মন্তব্যসমূহ
latest news.
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊