সমালোচকদের কড়া জবাব শুভশ্রীর- চোখে মুখে ন্যুড মেক আপ


subhashree sexy bikini hot photo



ছেলে ইউভান আসার পর থেকে স্যোসাল মিডিয়ায় অনেক সমালোচনা জুটেছে শুভশ্রী গাঙ্গুলির। কেউ বলেছেন মোটা, কেউ মুটি, কেউ সাজেশন দিয়েছেন রোগা হওয়ার। তবে সমস্ত সমালোচনা হাসি মুখে গ্রহণ করেছেন শুভশ্রী। 

subhashree sexy bikini latest


মা হওয়ার পর হরমোনের পরিবর্তনের জন্য যে মেয়েরা একটু মুটিয়ে যায় এই নিয়েও তিনি অনুরাগীদের জানিয়েছেন। কিন্তু, যারা সমালোচনা করার তারা করবেনই। 

subhashree সেক্সী bikini



সম্প্রতি নতুন রূপে ধরা দিলো শুভশ্রী। লাল রঙের পোশাকে রূপের আগুন যেনো ছিটকে পড়ছে। সম্প্রতি, শুভশ্রী তার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন যেখানে তার পরনে ওয়েস্টার্ন স্টাইলের লাল ড্রেস, চুল স্টাইল করে বাঁধা, চোখে মুখে ন্যুড (nude) মেক আপ।