Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rakhi 2021: রাখী পাঠানোর জন্য বিশেষ ‘রাখী মেল’

Postal Department makes special arrangements for posting of Rakhi Mail


Rakhi Mail
Rakhi Mail




চলতি বছরের আগামী ২২ আগস্ট রাখী উৎসব। তাই সময় মতো রাখী পৌঁছে দেওয়ার জন্য ডাক বিভাগ (India Post) ‘রাখী মেল’এর বিশেষ ব্যবস্থা করেছে। 

ডাক বিভাগের দিল্লী সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল এক বিবৃতিতে জানিয়েছেন ১৬ আগস্ট পর্যন্ত দেশের অন্যান্য রাজ্যে এবং ১৭ আগস্ট পর্যন্ত দিল্লীর মধ্যে রাখী পাঠানোর জন্য এই রাখী মেলের ব্যবস্থা থাকছে । 

জানাগিয়েছে, এরজন্য দিল্লীর ৩৪টি গুরুত্বপূর্ণ ডাক কার্যালয়ে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। পাশাপাশি দিল্লী রেলওয়ে স্টেশন এবং নতুন দিল্লী রেল স্টেশনের দুটি আরএমএস কার্যালয়েও এই বিশেষ কাউন্টার থাকছে। 

ডাকবিভাগের পক্ষ থেকে শেষ মুহুর্তের ভিড় এড়াতে গ্রাহকদের সময়মতো রাখী ডাক বিভাগের মাধ্যমে পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code