অসংঠিত শ্রমিকদের বাঁচাতে কার্জনগেটে বিক্ষোভ কর্মসূচী সংগঠনের

অসংঠিত শ্রমিকদের বাঁচাতে কার্জনগেটে বিক্ষোভ কর্মসূচী সংগঠনের




অসংগঠিত শ্রমিক দের বাঁচিয়ে তোলার লক্ষে বর্ধমান কার্জন গেট চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ভারতীয় অসংগঠিত শ্রমিক কংগ্রেস।অসংগঠিত শ্রমিক কংগ্রেসের বর্ধমান জেলার চেয়ারম্যান ডক্টর সুদীপ মজুমদার বলেন পেশার তাগিদে ভারতীয় অসংগঠিত শ্রমিকরা হারিয়ে যাচ্ছে । তাদের পরিবারের মানুষ গুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। অসংগঠিত পেশার মানুষ গুলো চরম সংকটের মধ্য আছে। তাদের বাড়ির শিশুরা স্কুল যাওয়ার পরিবর্তে শিশু শ্রম করতে বাধ্য হচ্ছে। 


তিনি বলেন প্রতি নিয়ত প্রেট্টপণ্যের মূল বৃদ্ধি। এই প্রট্টোপণ্য মূল্য বৃদ্ধির কারণে। এই অসংগঠিত মানুষ গুলো কর্ম হারা হচ্ছেন।পাশাপাশি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের দাম।এর ফলে চরম সংকটে পরছেন অসংগঠিত শ্রমিকদের পাশাপাশি সাধারন মানুষ।বিদ্যুৎ এর অভিভাবিক মুল্য বৃদ্ধির বিষয়ে জেলা কংগ্রেসের উর্ধতন নেতৃত্বের নজরে আনা হয়েছে। উর্ধতন কতৃপক্ষ কিছু না করলে শাখা সংগঠন গুলো এর প্রতিবাদ করবেন বলে জানান সুদীপ মজুমদার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ