খারিফ মরসুমে জল বন্টন নিয়ে দুই বর্ধমান হাবরা, হুগলি, এবং বাঁকুড়া সহ মোট পাঁচ জেলার জেলা পরিষদের সভাধিপতি ও জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক সারলেন ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী।মূলত এদিন বর্ধমান সার্কিট হাউজের খারিফ মরসুমের ডিভিসি জল বন্টন নিয়ে বৈঠক হয়।
গত বছরের তুলনায় এবছর বৃষ্টির পরিমান বেশি থাকায় ড্যাম্পে জলের পরিমান সাপাসিয়ান আছে। গত বছর ড্যাম্পে ২লক্ষ একর ফিট জল ছিলো ।এবছর ডিভিসি ড্যাম্পে জল আছে পাঁচ লক্ষ ফিট।অর্থাৎ এবছর চাষের ক্ষেত্রে জলের কোনো সমস্যা হবেনা বলে জানান বিজয় ভারতী।
২০২০ খরিফ মরসুমে প্রথম জল ছাড়া হয় ৩০শে জুলাই। ২০২১ এর খরিফ মরসুমে প্রথম জল ছাড়া হবে ২৪ শে জুলাই শেষ হবে ৩১ অক্টোবর শেষ হবে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষয়ে dvc.gob.in এ দেখাযাবে ডিভিসি তে জলের পরিমান কতটা আছে কতোটা জল ছাড়া হবে। অনলাইনে দেখাযাবে।জেলাশাসক প্রিয়াঙ্কা সিংহলা বলেন ২৪ তারিখে প্রথম জল ছাড়া হবে। ১০ দিন পর পর এই পাঁচ জেলায় জল দেওয়া হবে।২০২১ শের খরিফ মরসুমে চাষের ক্ষেত্রে জলের কোনো সমস্যা হবেনা বলে জানান প্রিয়াঙ্ক সিংহলা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊