করোনা কালে ৫০০ মধ্যে ৪৯০ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করল বর্ধমানের রাহুল অধিকারী
করোনা কালে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ। ছাত্র ছাত্রী দের শিক্ষা অগ্রগতি আনতে অনলাইনের মাধ্যমে পড়াশোনার পরামর্শ দেন রাজ্য শিক্ষা দপ্তর।শিক্ষাপাঠ অনলাইন মধ্যমে করা হলেও, অনলাইনে পরীক্ষা সম্ভব নয়।তাই করোনা সংক্রমণের কথা ভেবেই বন্ধ রাখা হয়েছে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক সহ সমস্ত ক্লাসের পরিক্ষা।
দশম ও একাদশ ক্লাসের পরীক্ষার নম্বর মূল্যায়ন দেখে উচ্চমাধ্যমিকের নম্বর মূল্যায়ন করা হয়েছে।তবে রাজ্যের মধ্যে দশম স্থান পেয়ে আগামী দিনে অংক নিয়ে গবেষণা করতে চায় রাহুল।ছোটো থেকেই অংকের দিকে বেশী ঝোক ছিলো বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র রাহুলের।খেলাধুলা,গান বাজনা,তেমন একটা ঝোক না থাকলেও গল্পের বই পড়তে বেশি পছন্দ করে রাহুল।প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত পড়তো সে।
রাজ্যের মধ্যে দশম স্থান হওয়ার বিষয়ে মা, বাবা,দাদু,দীদা সহ স্কুল শিক্ষক দের বড় অবদান আছে বলে জানায় রাহুল। রাহুলের এই সফলতায় খুশি সকলেই।
1 মন্তব্যসমূহ
Karona kale "KORUNA KORE DEOA NUMBER"
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊