লঞ্চ হল Qualcomm এর প্রথম স্মার্টফোন 'Smartphone for Snapdragon Insiders'
এবার স্মার্টফোন নিয়ে হাজির বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন চিপসেট বা প্রসেসর প্রস্তুতকারী কোম্পানি Qualcomm। Qualcomm এর নতুন এই ফোনের নাম, 'Smartphone for Snapdragon Insiders'। Snapdragon Insider কমিউনিটির 1.6 মিলিয়ন সদস্যের কথা মাথায় রেখেই Asus এর সঙ্গে হাত মিলিয়ে এই ফোনে লেটেস্ট ফিচার্স ব্যবহার করা হয়েছে। Asus ROG Phone 5 এর ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ফোনটি।
Smartphone for Snapdragon Insiders এর দাম 1,499 মার্কিন ডলার। ভারতোয় মুল্যে প্রায় 1,20,000 টাকা। 16GB RAM ও 512GB স্টোরেজে শুধুমাত্র মিডনাইট ব্লু কালারেই পাওয়া যাবে ফোনটি। এই ফোনের সঙ্গেই পাওয়া যাবে MW08SI ট্রু ওয়্যারলেস ইয়ারবাড। এই ইয়ারবাডে রয়েছে অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন।
6.78 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে
ডিসপ্লেতেই 144Hz রিফ্রেশ রেট
16GB RAM ও 512GB স্টোরেজে
তিনটি ক্যামেরা।
প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64MP সেন্সর।
সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 12MP আলট্রা ওয়াইড সেন্সর ও একটি 8MP টেলি ফোটো সেন্সর দেওয়া হয়েছে।
সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 24MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
ফোনের ডিসপ্লের মধ্যেই নচ বা পাঞ্চ হোলের পরিবর্তে রয়েছে সামান্য চওড়া বেজ়েল।
পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
বেশ বড় এবং শক্তিশালী 4,000mAh ব্যাটারি
65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
যদিও, এই ফোনের রিটেইল বক্সে থাকছে একটি 35W চার্জার।
এই ফোনে Snapdragon 888 চিপসেট ব্যবহৃত হয়েছে।কোয়ালকম এর তরফে জানানো হয়েছে যে, গত বছর এই ফোন তৈরির কাজ শুরু করেছিল Asus। সেই কারণেই এতে একটি SD 888 চিপসেট দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊