নিম্নচাপে প্রচুর বৃষ্টির জের জলের তলায় ময়না
পূর্ব মেদিনীপুর,সুজিত মণ্ডল::
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে প্রচুর বৃষ্টির ফলে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক বৃষ্টির জলের তলায়।এইভাবে আজও বৃষ্টি চলতে থাকলে বেশিরভাগ বাড়ি, রাস্তা ঘাট,দোকান বাজার, হাট , পান বরজ, মাছ চাষের ঝিল ও পুকুর জলে ভাসবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর মধ্যে বেশ কিছু ঘরবাড়ি,দোকানঘর, হাট বাজার, পান বরজ, মাছের চাসে র ঝিল, জলে ডুবে গেছে।এই রূপ চলতে থাকলে পান মৎস্য চাষের প্রাণ কেন্দ্র ময়না অর্থনৈতিক দিক থেকে জোরালো ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।। যে বাড়িগুলি জলের তলায় তারা দিন রাত জল তোলা পাম্প দিয়ে ঘরের জল মারার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রান্না খাওয়া দাওয়া বন্ধের পথে,খাওয়ার জল নেই।জল নিকাশীর ব্যবস্থা না থাকায় তারা প্রশাসনকে দোষারোপ করছেন। প্রশাসন নেতাদের কাছে যেতে বলছে। সাধারণ মানুষ অসহায়।
নিম্নচাপে বৃষ্টির জের জলের তলায় ময়না
Posted by Sangbad Ekalavya on Friday, July 30, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊