করোনা বিধিনিষেধ মেনেই নাগ পঞ্চমীতে মনসা পুজা ডুয়ার্সের মালবাজারে




মালবাজার,জয়ন্ত বর্মন : 


শ্রাবণ মাস মহাদেব শিবের জন্মমাস হিসাবে অনেকেই বিশ্বাস করেন। সেজন্য শ্রাবণ মাস জুড়ে শিবলিঙ্গে জল ঢালে অনেকে। আবার এই বঙ্গদেশে শ্রাবণ মাস জুড়ে মনসামঙ্গল পাঠ ও মনসা পুজার প্রথা রয়েছে।

বুধবার ছিল নাগপঞ্চমী।এদিন ডুয়ার্সের বিভিন্ন এলাকায় মনসা পুজা করা হয়। এদিন করোনা বিধি মেনেই চালসায় অনুষ্ঠিত হলো নাগপঞ্চমী পুজো।প্রতি বছরের ন্যায় এবছরও চালসার সিংহরায় পরিবার এবছরও নাগপঞ্চমী পুজোর আয়োজন করেছে।তবে অন্যান্য বছরের তুলনায় এবছরের পুজো ছিল অন্য রকম ছিলোনা মানুষের তেমন আগমন। মাত্র হাতে গোনা কয়েকজন নিয়েই হচ্ছে পুজো।সানাই ও ঢাকের বাবস্থ্যা ছিল।ছিল প্রসাদের ব্যাবস্থা।


পুজো উদ্যোক্তা অমলেন্দু সিংহরায় বলেন,করোনার আবহে এবছর খুব ছোট করেই নাগপঞ্চমী পুজো করা যাচ্ছে।বাড়ির লোকদের নিয়েই হচ্ছে পুজো। প্রতিবারের মতো এবারও কেমন ভাবে বাইরে কাউকে আমন্ত্রণ করা হয়নি ।যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই হচ্ছে পুজো।

অন্যান্য এলাকাতেও অনারম্বর ভাবেই নাগপঞ্চমীর পুজা হয়েছে। শ্রাবণ সংক্রান্তিতে আবার মনসা পুজা হতে দেখা যাবে।