ডিভিসির ধসে বাড়ি ফাটল,আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা





বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির রায়ান ১গ্ৰাম পঞ্চায়েতের কালনা গেট ছাতিম তলা এলাকার ডিভিসি জলের তোরো পার ভেঙ্গে ধস নেমে বাড়ি ফাটলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েতে মৌখিক ভাবে জানানো হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।


একদিকে করোনা অন্যদিকে লাগাতর বৃষ্টির কারনে দামোদর ভ্যালী করপেরশনে বাড়ছে জলের চাপ।ডিভিসিতে জলের স্রোতে পার ভেঙ্গে ধস নেমে জলের তোরে ধস নামার ফলে বেশ কয়েকটি বাড়ির ফাটল ধরে।স্থানীয় বাসিন্দা সোভা সরকার বলেন এখানে ডিভিসির টার্নং পয়েন্ট থাকার কারণে সোজা এসে জলের ধাক্কা মারে দেওয়ালে নিচের অংশে।দীর্ঘদিন জলের চাপের ফলে পাড় ভেঙ্গে ধস নামতে থাকে। ধস নামার কারনে বাড়ি ফাটল ধরেছে বলে অভিযোগ করেন তিনি।