HS 2021: ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো সংসদ

HS 2021: ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো সংসদ




উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে অসন্তোষ। বিক্ষোভে ফেটে পড়ে একদল পরীক্ষার্থী। করোনার জেরে পরীক্ষা বাতিল হওয়ায় বিশেষ উপায়ে ফল প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সেই ফল নিয়ে রাজ্যজুড়ে ছাত্রছাত্রীদের অসন্তোষের চিত্র ফুটে উঠে। এদিকে আজ বিজ্ঞপ্তি জারি করে রিভিউ নিয়ে অবস্থান স্পষ্ট করলো সংসদ। রাজ্যে সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বোর্ড। 


উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-

  • রিভিউ সংক্রান্ত সকল আবেদন আগামী ৩০শে জুলাই ২০২১-র মধ্যে জমা দিতে হবে। এর পর কোনও রুপ আবেদন গ্রহণ করা হবে না। 

  • বিদ্যালয়ের তরফে আগেই যে একাদশ শ্রেণির নম্বর জমা দেওয়া হয়েছে তাই বিবেচনা করা হবে। নতুন করে কোনও নম্বর গ্রহণ করা হবে না। 

  • শুধুমাত্র আবেদনকারীর দশম ও একাদশ শ্রেণির যে নম্বর সংসদে সংরক্ষিত রয়েছে তাঁর ওপর ভিত্তি করেই আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

  • যেসব অকৃতকার্য প্রার্থী পরিমার্জিত মার্কশিট পেয়েছে বা পাবে তাঁদের আর নতুন করে আবেদন গ্রহণ করা হবে না। 

  • রিভিউ সংক্রান্ত আবেদন গুলি হিসেবে যে ফলাফল প্রকাশিত হবে তাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 

  • সরকারের অনুমতিক্রমে ও পরিস্থিতি অনুকূল হলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা নতুন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ