পিঁছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ




১৩ই জুলাই থেকে শুরু হওয়ার কথ ছিল ভারত-শ্রীলঙ্কার একদিনের সিরিজ। কিন্তু তাঁর আগেই শ্রীলঙ্কা শিবিরে থাবা বসিয়েছে করোনা। জানা যাচ্ছে, দলের কয়েকজন সাপোর্ট স্টাফের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে পিঁছিয়ে গেল সিরিজ এমনটাই খবর। নতুন সূচী চূড়ান্ত করতে আলোচনা করছে বিসিসিআই এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।




সূত্রের খবর, ১৭ বা ১৮ জুলাই সিরিজ শুরু হতে পারে।সিরিজের পরিবর্তিত সূচী শীঘ্রই জানাবে বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

ভারত ও শ্রীলঙ্কা সিরিজের সম্ভাব্য পরিবর্তিত সূচী-
একদিনের ম‍্যাচ: 

প্রথম একদিনের ম্যাচ- ১৭ জুলাই

দ্বিতীয় একদিনের ম্যাচ- ১৯ জুলাই

তৃতীয় একদিনের ম্যাচ- ২১জুলাই

টি২০ ম‍্যাচ: 
প্রথম টি ২০- ২৪ জুলাই

দ্বিতীয় টি ২০-২৫ জুলাই

তৃতীয় টি ২০-২৬ জুলাই


শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, দলের অ্যানালিস্ট জিটি নিরোসন করোনা আক্রান্ত হয়েছেন। তবে কোনো খেলোয়াড় করোনা আক্রান্ত হননি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের কলম্বোর একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।