বৃষ্টি ও বাঁধের জলে জলমগ্ন - ব‍্যবস্থা নেওয়ার দাবিতে পথ অবরোধ চাষীদের






পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, বড় গোপীনাথপুর সংলগ্ন বর্ধমান বোঁয়াইচন্ডী রোড অবরোধ করে এলাকার চাষীরা। বড়ো গোপীনাথপুর এলাকার চাষী ভোলানাথ হর, নিরঞ্জন সহ আরও অন্যান্য চাষীদের বক্তব্য অনুযায়ী জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবৎ বর্ধমান- আরামবাগ রোড মোগলমারি পেরোনোর পর বাজার পর্যন্ত বৃষ্টির জল এবং ডিভিসির জলে জলমগ্ন হয়ে যায় চাষের জমি। এরই প্রতিবাদে প্রায় দুই ঘন্টা যাবৎ রাস্তা অবরোধ করে এলাকার চাষিরা। 



মূলত বড় গোপীনাথপুর, আরিন, শংকরপুর এবং মোগলমারি এলাকার কিছু চাষী রাস্তা অবরোধে নামে। ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ পরই অবরোধ স্থানে উপস্থিত হয় খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিক সহ পুলিশকর্মীরা। অপরদিকে এসে উপস্থিত হন খণ্ডঘোষ ব্লকের জয়েন্ট বিডিও এবং কৃষি দপ্তর আধিকারিক। চাষীদের সঙ্গে কথা বলে তারা অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। 



উপস্থিত আধিকারিকরা জানান, জলমগ্ন এলাকাটি যাতে করে পরবর্তী-তে জলমগ্ন না হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা ।