বিধিনিষেধে আরও কড়াকড়ির নির্দেশ নবান্নর



করোনা পরিস্থিতি সামলে রাখতে রাতের বিধিনিষেধে আরও কড়াকড়ির নির্দেশ নবান্নের। রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী ইতিমধ্যে সব পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের নির্দেশ দিয়েছেন বলেই সূত্রের খবর। বড় রাস্তা, হোটেল, রেস্তোরাঁর ওপর রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত আরও কড়া নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে।


সরকারি নির্দেশ অনুযায়ী, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপযুক্ত কারণ ছাড়া রাস্তায় গাড়ি বা বাইক বের করা যাবে না। রাস্তায় মাস্ক না পরে বেরোলে, বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবারই নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।



তবে অনেক ক্ষেত্রেই সেই নিয়ম ভেঙে চলছে মানুষ। রাস্তা সহ নিয়মভঙ্গের ছবি ধরা পড়ে হোটেল-রেস্তোরাঁয়। কোভিড বিধি না মেনে শিলিগুড়ির বার-কাম-রেস্তোরাঁয় চলছিল পার্টি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। এছাড়াও, কলকাতাতেও ও বিভিন্ন শহরে আইনভঙ্গের ছবি ধরা পড়েছে। ফলে আরও কড়াকড়ির নির্দেশ নবান্নর।