ঈদ উপলক্ষে রক্তদান শিবির খুশির ছোঁয়া ফাউন্ডেশনের
খুশির ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ে। এদিনের রক্তদান শিবির ঘিরে বেশ উৎসাহ দেখা যায় মানুষের। ওকড়াবাড়ী অঞ্চলের প্রধান রেহেনা বিবি ও এলাকার বিশিষ্ট ব্যক্তি হাসানুরজ্জামান পটলা রক্তদান শিবির পরিদর্শন করেন।
এছাড়াও এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খুশির ছোঁয়া ফাউন্ডেশনের সম্পাদক দীপক বর্মন, সভাপতি রোহিত ইসলাম, লাবু হক, সাব্বির রহমান, মিষ্টি-সহ আরো অনেকে। এছাড়াও, এলাকার অন্যান্য যুব-ছাত্র। জানা গেছে এদিন প্রায় ৪০জন রক্তদাতা রক্তদান করেন।
এদিনের রক্তদান শিবিরে বিশেষ চাহিদা সম্পন্ন এক ব্যক্তি রাজা রক্তদানে এগিয়ে এসে নজির গড়েন। তিনি জানান, এর আগেও তিনি একাধিকবার রক্তদান করেছেন। তাঁর এই মহানুভবতাকে কুর্ণিশ জানিয়েছে সকলেই। তিনি ওকড়াবাড়ী অঞ্চলের মহেশ্বরের বাসিন্দা।
সভাপতি রোহিত ইসলাম জানান ফাউন্ডেশনের উদ্যোগে এটিই প্রথম রক্তদান শিবির। তবে বিগত দিনে মানুষের পাশে দাড়াতে এরকম একাধিক জায়গায় একাধিক রক্তদান শিবির করেছেন তাঁরা। যারা রক্ত দান করেছেন তাঁদের সকলকে লাল ভালোবাসা জানিয়েছেন সংগঠনের সকলেই। সম্পাদক দীপক বর্মন জানান, আগামীতেও বিভিন্ন জায়গায় আমাদের রক্তদান শিবির কর্মসূচী চলবে। এছাড়াও অসহায় মানুষদের পাশে থাকতে পারলেই আমরা খুশি। সদস্য লাবু হক জানিয়েছেন, ওকড়াবাড়ীর মানুষদের ধন্যবাদ আজকের এই রক্তদান শিবিরকে সাফল্য মন্ডিত করার জন্য।
ঈদ উপলক্ষে খুশির ছোঁয়া ফাউন্ডেশণের রক্তদান শিবিরঈদ উপলক্ষে খুশির ছোঁয়া ফাউন্ডেশণের রক্তদান শিবির
Posted by Sangbad Ekalavya on Monday, July 19, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊