যুবশ্রীরা কি এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্রে-(BSK) কাজের সুযোগ পাবে ! জলপাইগুড়িতে উঠলো দাবী
পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ যুবশ্রীদের কর্মসংস্থান সহ যাদের ভাতা বন্ধ হয়ে গিয়েছে তাদের বন্ধ ভাতা চালু করা সহ অন্যান্য দাবিতে বারবার প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান করছে।
কিন্তু দীর্ঘ 7 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তাদের কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। উপরন্তু বেশকিছু যুবশ্রীদের ভাতা বন্ধ হয়ে গিয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্তমান লকডাউন পরিস্থিতিতে বেকার যুবকরা যাদের ওপর সংসারের দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব ঠিকমতো পালন করা সম্ভব হচ্ছে না বলে তারা জানিয়েছে। প্রচন্ড অর্থনৈতিক সংকটের ফলে পরিবারের প্রতি ন্যূনতম দায়িত্ব পালনে তারা অক্ষম এমনটাই দাবী তাদের।
এমতাবস্থায় আজ আবার জলপাইগুড়ি SDO এবং এমপ্লয়মেন্ট অফিসারের সাথে দেখা করে কিছু দাবী জানান তারা।
১) অবিলম্বে সরকারি সংস্থা অথবা সরকার নিয়ন্ত্রিত বেসরকারি সংস্থায় আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক ।
২) নানা কারণে যাদের ভাতা বন্ধ হয়ে আছে সেই বন্ধ ভাতা অবিলম্বে চালু করা হোক।
৩) Annexure-lll সম্পূর্ণরূপে বাতিল করা হোক।
৪) লোকাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে যুবশ্রী থেকে নিয়োগ করা হোক।
তবে এই সকল দাবীর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ দাবী এদিন করেন তারা। বাংলা সহায়তা কেন্দ্রের (BSK)এর মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার ডিপ্লোমা যুবশ্রী (YUVASHREE) দের অগ্রাধিকার দেওয়ার জন্য দাবী তোলেন জলপাইগুড়ির যুবশ্রীরা।
বাংলা সহায়তা কেন্দ্র সম্পর্কে জানতে ক্লিক করুন- Link
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊