Battlegrounds Mobile India কে টক্কর দিতে FFPL India 2021-পুরষ্কার ২ কোটি টাকা !

Battlegrounds Mobile India কে টক্কর দিতে FFPL India 2021-পুরষ্কার ২ কোটি টাকা !





২০২০ সালের শেষের দিকে ভারতে ব্যান হয়ে যায় অতি জনপ্রিয় গেম পাবজি(PUBG)। যার ফলে তরুণ প্রজন্মের একাংশই গেমটি খেলতে পারেননি দীর্ঘ দিন। এরপর থেকেই গেমটি ফেরার অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে ওই গেমেরই ভারতীয় সংস্করণ নিয়ে এল ভারতীয় এক সংস্থা ক্রাফ্টন। গেমটির নাম Battlegrounds Mobile India ।


মোবাইল গেম যাদের কাছে প্রিয় তারা জানে মোবাইল গেমের বিশ্বে Battlegrounds Mobile India (BMI) কে টক্কর দিচ্ছে ফ্রি ফায়ার প্রো লিগ ইন্ডিয়া ( FFPL India) ।


বিগত প্রায় এক মাস যাবত ধরে আলোচনার কেন্দ্রে রয়ে ফ্রি ফায়ার প্রো লিগ ইন্ডিয়া ( FFPL India)। সমালোচকরা বলতো ফ্রি ফায়ার প্রো লিগ ইন্ডিয়া ( FFPL India) হচ্ছে Battlegrounds Mobile India এর দরিদ্র কাকাতো ভাই।


তবে আর নয় সমস্ত সমালোচকদের মুখে ঝামা ঘষে ফ্রি ফায়ার প্রো লিগ ইন্ডিয়া ( FFPL India)- শুরু করতে যাচ্ছে গ্রীষ্মকালীন গ্র্যান্ড ফাইনাল। যা শুরু হবে ১৮ জুলাই থেকে। আর এই গ্র্যান্ড ফাইনালের বিজেতা পাবেন ২ কোটি টাকা, এমনটাই ঘোষণা করেছে ফ্রি ফায়ার প্রো লিগ ইন্ডিয়া ( FFPL India)।


কোন ভারতীয় মোবাইল গেম এরকম মাপের আর্থিক পুরষ্কার এর আগে কোনদিন ঘোষণা করেনি বলেই মত মোবাইল গেম বিশেষজ্ঞদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ