ATM-এ লেনদেনে নয়া নিয়ম লাঘু হচ্ছে ১লা অগাস্ট থেকে





রিজার্ভ ব্যাঙ্কের অনুমতিক্রমে বদলে যাচ্ছে ATM-এ লেনদেনের চার্জ। আগামী ১লা অগাস্ট থেকেই লাঘু হতে চলেছে নতুন চার্জ।


নিজের ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে ৫টি লেনদেন করতে পারবেন গ্রাহক। ফিন্যান্সিয়াল ও নন-ফিন্যান্সিয়াল ট্রানজাকশন মোট ৫টি লেনদেনের পর গ্রাহককে প্রতি লেনদেনে ২০ টাকা করে চার্জ দিতে হবে।


মেট্রো সিটিতে অন্য ব্যাঙ্কের এটিএম কার্ডে তিনবার বিনামূল্যে লেনদেনের সুবিধা দেওয়া হয়েছে। মেট্রো সিটির বাইরে বিনামূল্যে অন্য ব্যাঙ্কের এটিএম কার্ড দিয়ে পাঁচবার লেনদেন করা যাবে ।


এদিকে এটিএম-এর প্রতি লেনদেনে ইন্টারচেঞ্জ ফি ১৫ থেকে ১৭ টাকা হচ্ছে। নন ফিন্যান্সিয়াল লেনদেনে এই চার্জ ৫ টাকা থেকে বাড়িয়ে ৬ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১ অগস্ট থেকে সেই ফি লাগু হচ্ছে।


আবার এদিকে জুলাইয়ের শুরুতেই এটিএম ও ব্যাঙ্কের শাখা থেকে টাকা তোলার ওপর নতুন সার্ভিস চার্জ জারি করেছে SBI। ব্যাঙ্কের BSBD অ্যাকাউন্ট হোল্ডাররা কোনও শাখা বা এটিএওম থেকে চারবার বিনা সার্ভিস চার্জে টাকা তুলতে পারবেন। এরপর প্রতিবার টাকা তোলার ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসাবে গ্রাহককে জিএসটি-সহ ১৫টা দিতে হবে। SBI ছাড়া অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললেও একই নিয়ম প্রযোজ্য হবে।