Latest News

6/recent/ticker-posts

Ad Code

Ola E-Scooter Bookings- ২৪ ঘন্টায় ১ লাখ বুকিং! মাত্র ৪৯৯ টাকায় বুকিং করুন ই-স্কুটার

Ola E-Scooter Bookings- ২৪ ঘন্টায় ১ লাখ বুকিং! মাত্র ৪৯৯ টাকায় বুকিং করুন ই-স্কুটার (electric scooter)


ola e-scooter



ই-স্কুটার (electric scooter) নিয়ে আসছে জনপ্রিয় অ্যাপক্যাব সংস্থা ওলা৷ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আগাম বুকিংয়ের কাজ৷ মাত্র ৪৯৯ টাকায় আপনিও চাইলে এই ই-স্কুটার বুক করতে পারেন৷ পরে চাইলে বুকিংয়ের টাকা ফেরতও পাবেন৷ এক বিবৃতিতে এই বার্তা দিয়েছেন ওলার চেয়ারম্যান তথা গ্রুপ চিফ এগজিকিউটিভ অফিসার ভাবিস আগরওয়াল৷


ভাবিস আগরওয়াল বলেন, “বৈদ্যুতিন যানে বিশ্বে নেতা দেওয়ার সুযোগ ও যোগ্যতা ভারতের রয়েছে৷ আর এই কাজে নেতৃত্ব দিতে পেরে গর্বিত ওলা৷ আমরা ই-স্কুটারের রিজার্ভেশন শুরু করায় আজ থেকে ভারতে বৈদ্যুতিন যানে বিপ্লবের সূচনা হল৷ সঙ্গে থাকছে অসাধারণ পারফর্ম্যান্স, টেকনোলজি, ডিজাইনের সৌজন্যে নিজের স্বতন্ত্র জনপ্রিয়তা তৈরি করবে এই ই-স্কুটার৷”


তবে নয়া ই-স্কুটারের ফিচার নিয়ে ওলা একেবারে মুখে কুলুপ এঁটেছে৷ তবে টেকনোলজি, স্পিড, রেঞ্জ ও বুট স্পেস ঈর্ষণীয়৷ তবে সাধারণের ধরাছোঁয়ার মধ্যে থাকবে মূল্য৷


তামিলনাড়ুতে ওলার যে ৫০০ একরের কারখানা রয়েছে সেখানেই তৈরি হবে প্রথম লটের স্কুটারগুলি৷ খুব শিগগির প্রথম পর্যায়ে এই কারখানা থেকেই ২০ লাখ ই-স্কুটার বাজারে আসবে৷ সময়সীমা ১ বছর৷ তবে পরের বছরই এক সঙ্গে ১ কোটি স্কুটার বাজারে আনবে ওলা৷


ইতিমধ্যে রেকর্ড বুকিং এর শিরোপা অর্জন করেছে এই নতুন স্কুটার। ২৪ ঘন্টায় ১ লাখ বুকিং হয়েছে বলে সংস্থার পক্ষথেকে জানানো হয়েছে। আপনিও বুক করতে চাইলে ক্লিক করুন এখনি, আর মোবাইল নাম্বার validate করে debit card, upi বা net bangking এর মাধ্যমে মাত্র ৪৯৯ টাকায় বুক করেনিন ওলা ই-স্কুটার। Website Link 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code