Amazon Prime Day Offer 2021: জেনে নিন কবে আসছে সেই সুবর্ণ সুযোগ 

Amazon Prime Day Offer



আপনি কি আমাজন (Amazon) অনলাইনে কেনাকাটা করেন? তাহলে আর কয়েকটা দিন দেরী করতে পারেন। কারন আমাজন প্রাইম (Amazon Prime)  নিয়ে আসছে Amazon Prime Day Offer. আগামী ২৬ জুলাই থেকে ২৭ জুলাই আসতে চলেছে সেই সুবর্ণ সুযোগ, যেদিন আপনি প্রতিটি কেনাকাটায় পাবেন বিশেষ ছাড়।

এরজন্য আপনাকে যা করতে হবে-

অবশ্যই আমাজন প্রাইম (Amazon Prime) সাবস্ক্রিপশন থাকতে হবে। যাদের নেই তারা কীভাবে করবেন?

আপনাকে যা করতে হবে তা হ'ল:

1. সাইন-আপ -Site
2. আপনার বয়স যাচাই করুন
3. নগদ ফিরে পান (cashback)!

১৮-২৪ বছর বয়সী গ্রাহকরা ইলেক্ট্রনিক পেমেন্ট পদ্ধতিতে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা অ্যামাজন পে ব্যালেন্স) INR 999 বা INR 329 প্রদান করে প্রাইম সদস্যপদে (বার্ষিক সদস্যপদ বা 3 মাসের সদস্যতা) সাইন আপ করতে পারেন।

গ্রাহকগণকে অবশ্যই তাদের বয়সের আইডি প্রুফ (আধার কার্ড / প্যান কার্ড / ভোটার আইডি কার্ড / ড্রাইভার লাইসেন্স) এবং 1 টি সেলফি আপলোড করে অবশ্যই যাচাই করতে হবে।


এতে করে ডাবল লাভ হবে। যাদের প্রাইম সাবস্ক্রিপশন নেই তারা সাবস্ক্রিপশন করলেই উপরের অফারটি পাবেন। তারপর ২৬ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কেনাকাটা করলেই পাবেন আরও অফার। 

সাথে  HDFC Bank debit and credit cards and EMI transactions এর ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় রয়েছে ।