Amavasya-Tithi- আষাঢ়-শ্রাবণের অমাবস্যা তিথির Date এবং Time 

Amavasya-Tithi


জ্যোতির্বিদ্যা অনুসারে, অমাবস্যা (Amavasya) হচ্ছে চন্দ্রকলার প্রথম ধাপ। এটি মূলত সেই সময় যখন চাঁদ ও সূর্য একই বরাবর থাকে। ফলে, পৃথিবী থেকে চাঁদকে তার কক্ষপথে দেখা যায় না। কিন্তু পুরাণ অনুযায়ী, অমাবস্যার (Amavasya) গুরুত্ব অত্যন্ত অধিক। শক্তি সাধনার যথার্থ সময়।


বলা হয় অমাবস্যার  (Amavasya) দিনে স্নান, দান-পুণ্য ও দীপদানের গুরুত্ব রয়েছে। মনে করা হয়, এদিন ধর্ম কার্য করলে ব্যক্তির কষ্ট দূর হয়।


হিন্দু ধর্মে, অমাবস্যা  (Amavasya) তিথিকে পূর্বপুরুষদের তর্পণের জন্য উৎসর্গ করা হয়। তাই এদিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য উপবাস রাখা হয়।

আসুন জেনে আষাঢ়-শ্রাবণ মাসের অমাবস্যার  (Amavasya) তারিখ ও সময় (Date-Time)-

মাস

তারিখ

বার

সময়

আষাঢ়

৯ জুলাই

শুক্রবার

৯ জুলাই সকাল ৫ টা ১৬ মিনিটে শুরু, ১০ জুলাই সকাল ৬ টা ৪৬ মিনিটে শেষ  

শ্রাবণ

৭ আগস্ট

শনিবার

৭ আগস্ট সন্ধ্যা ৭ টা ১১ মিনিটে শুরু , ৮ আগস্ট সন্ধ্যা ৭ টা ১৯ মিনিটে শেষ