Nokia-র স্মার্টফোন এবার ভারতে লঞ্চ করছে HMD
একমাস আগে বিশ্বব্যাপী লঞ্চ হওয়া Nokia-র স্মার্টফোন C10 এবার লঞ্চ হচ্ছে ভারতে। জানা যাচ্ছে আগামী ১৪ই জুলাই ভারতীয়রা হাতে পেতে পারেন এই ফোন। HMD নোকিয়া C10 ফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে বলেই জানা যাচ্ছে। এই ফোনের মূল্য সাধ্যের মধ্যেই। নোকিয়া C01 প্লাস ফোনটি ভিয়েতনামে পাওয়া যাচ্ছে ১,৮৯০,০০০ VND-তে। যা ভারতীয় মুদ্রায় ৬ হাজার ১৩০ টাকার মতো। এর থেকেই স্পষ্ট ভারতে এই ফোনের মূল্য অল্পের মধ্যেই থাকবে।
নোকিয়া C01 প্লাস ফোনটিতে-
১. ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে।
২. ডুয়েল সিম।
৩. অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।
৪. ২ জিবি RAM।
৫. ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৬. ৫ মেগাপিক্সেল মেন ক্যামেরা।
৭. ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৮. নীল এবং পার্পেল এই দুটি রঙে ফোনটি পাওয়া যাবে।
৯. ৪জি।
১০. 3000mAh ব্যাটারি।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, ভারতে নতুন স্মার্টফোন জি২০ লঞ্চ করেছে নোকিয়া। তবে কবে পাওয়া যাবে তা জানানো হয়নি। জানা যাচ্ছে HMD নোকিয়া জি২০ ফোনটির ফার্স্ট সেলের প্রস্তুতি নিচ্ছে। নোকিয়া জি২০ স্মার্টফোনটি গ্রাহকরা কতটা পছন্দ করেন, সেটা দেখাই এখন প্রধান লক্ষ্য এই সংস্থার। নোকিয়া জি২০ স্মার্টফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ৪ জিবি RAM, ৬৪ জিবি এবং ১২৮ জিবির স্টোরেজ। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ব্যাক ক্যামেরা সিস্টেম রয়েছে। এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। নোকিয়া জি২০ ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊